মোঃ ফয়সাল এলাহী ঃ জঙ্গিরা এখন অন্দরমহলে ঢুকে পড়েছে। তারা ঘর-বাড়িতে বোমা ও অস্ত্রের পাহাড় মজুদ করেছে। তাদের সেই দুর্গে আমাদের নেতা-কর্মীদের হানা দিতে হবে। তারা যেন পালিয়ে যেতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। মঙ্গলবার (২৭ মার্চ) চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা মাঠে ইউনিটেড স্বাধীনতা কনসার্টের উদ্বোধনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ঘর-বাড়িতে বোমা ও অস্ত্রের পাহাড় মজুদ করেছে এসব কথা বলেন। মহান স্বাধীনতার গৌরবোজ্জ্বল ভূমিকা নবপ্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এ কনসার্টের আয়োজন করা হয়। ব্যারিস্টার মহিবুল বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ মুক্তিপাগল বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। সেই লক্ষ্যে বাঙালি জাতি যার যা কিছু ছিল তাই নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে রুখে দাঁড়িয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক লায়ন মো. হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, কার্যনির্বাহী সদস্য অমল মিত্র, আহমদ ইলিয়াছ, মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, পান্টু লাল সাহা, থানা আওয়ামী লীগের ফয়েজ আহমদ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম কায়সার, বাকলিয়া কল্পলোক আবাসিক দ্বিতীয় পর্যায়ের প্লটমালিক কল্যাণ সমিতির সভাপতি মো. আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম কায়সার উদ্দিন, সহ সভাপতি আবদুল মান্নান, যুগ্ম সম্পাদক আহমদুল হক, মো. জামাল, মো. জিয়াউদ্দিন বাবলু, অ্যাডভোকেট আনিসুর রহমান, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান নাহিদ, মো. ওসমান গণি, আজিজুর রহমান আজিজ, এনামুল হক মিলন প্রমুখ।