৭১ বাংলাদেশ প্রতিনিধিঃএডিপি’র ৩ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ড্রেন অ্যাপ্রোচসহ চকবাজারের ধুনির পুলের নির্মাণকাজ পরিদর্শন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার (৩ মে) বিকেলে মেয়র নির্মাণকাজ পরিদর্শনে যান।
এ সময় তিনি জনভোগান্তি কমাতে নির্ধারিত সময়ের মধ্যে পুল, অ্যাপ্রোচ ও ড্রেন নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দেন।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন ও মনিরুল হুদা, প্রকল্প পরিচালক ফরহাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।গত ১ মার্চ প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু হয়। ২০১৯ সালের ১ মার্চ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
Discussion about this post