নাগরপুর প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক মো.কুদরত আলী, মুক্তিযোদ্ধা, থানা প্রশাসনসহ সর্বস্তরের জনতা।
পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্টে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, মহিলালীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, যুবলীগ সহ অঙ্গ ও ভাতৃপ্রতিম সংগঠন বিশাল শোক র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।