কবি-তাজ উদ্দীন কবিতা-দেশরত্মা দেশের ভালো,জাতির ভালো বাংলাদেশ উন্নয়নে নিঃস্বার্থে করেছ ত্রাণ। আকাশ,বাতাস সাক্ষ্য দেয় বাংলাদেশে দেশনেত্রী- শেখ হাসিনার উদার প্রাণ। দেখেছ গরিব,দেখেছ কবি কত সাধক আর মনিষীর দাবী দুঃখ,কষ্টে সবাই যখনি, হয়েছ তুমি রাজ্যের মুণি। দেশের জন্য,দশের জন্য সারাটি জীবন করেছ ব্যয় হয়ে নিঃস্বার্থ -অকুতোভয়। একতাই বল,দেশের সকল ভালোবাসার ফল,দেশটা স্বচল। স্বাধীন,স্বাধীন,স্বাধীন দেশ উন্নয়নে গড়া দেশ। কে হাল ধরলো,এদেশ? দেশরত্মা শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশ।
Discussion about this post