৭১ বাংলাদেশ ডেস্কঃজাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখাবেন হুসেইন মুহম্মদ এরশাদ। আওয়ামী লীগ ও বিএনপির ব্যর্থতার কারণে তাদের নেতারা জাতীয় পার্টিতে যোগদান করছে।রাজধানীর লালবাগের আমলিগোলায় সোমবার থানা জাপা আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিলন বলেন, দেশবাসী যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে হাসিনা, খালেদা ও এরশাদ এই তিনজন থেকে জনগণ এরশাদকেই বেছে নেবে। কারণ আওয়ামী লীগ ও বিএনপি উন্নয়নের ও দেশসেবার কথা বলে ক্ষমতায় এসে দেশকে শোষণ করে।তিনি সরকারের উদ্দেশে বলেন, ২০১৪ আর ২০১৮ সাল এক নয়। শুধু উন্নয়ন দিয়ে ক্ষমতায় থাকা যায় না, যদি তাই হতো তাহলে এরশাদ আজীবন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতেন। মানুষ ভোটাধিকার ও বাকস্বাধীনতা চায়।থানা জাপা সভাপতি মীর আজগর আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন নগর জাপা নেতা মঞ্জুরল ইসলাম মঞ্জু, কামাল হোসেন, শাহিন হোসেন প্রমুখ।,