টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা-দপ্তিয়র সড়কের নব্য সংস্কার কৃত ৫০০ মিটার সড়ক সংস্কারের ১ মাসের মাথায় ধসে গেছে। ফলে রাস্তাটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ নিয়ে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এলাকাবাসী মানববন্ধন করলে উল্টো উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাদের তোপের মুখে পড়েন এলাকাবাসী।
দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিতুজ্জামান তুনির বলেন চলতি বর্ষা মৌসুমেই ওই রাস্তাটির ৫০০মিটার অংশ ৭৪ লক্ষ টাকায় সংস্কার করা হয়। রাস্তা সংস্কারের শুরু থেকেই অনিয়ম ও দূর্ণীতি শুরু হয়। নির্মা ণ সামগ্রী ও গাইড ওয়াল নির্মাণের সময় পুরাতন গাছের গুড়ি রেখেই কাজ করায় রাস্তার বেহাল দশা। এ সকল বিষয় নিয়ে আমরা সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েও কোন সুফল পাইনি।
এখন সড়কটির বিভিন্ন স্থানে ধস নেমে অধিকাংশ স্থান বিলীন হওয়ার অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই ধসে পড়েছে রাস্তাটি।