মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)ব্যুরোঃ শনিবার ১৭ নভেম্বর টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর (৪২তম) মৃত্যুবার্ষিকী পালিত ।
অসংখ্য ভক্তদের কন্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী শ্লোগানে মুখরিত হয়ে উঠে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষে মাজার প্রাঙ্গন।
সকাল সাড়ে ৭.৩০ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আলাউদ্দিন ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসুচী শুরু করেন।
এরপর জেলা আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর পরিবার, বিএনপি, জেলা জাতীয় পার্টি ও টাঙ্গাইল প্রেসকাবসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশী বিদেশী অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের জনতা মরহুমের মাজারে পুস্পস্তবকক অর্পন করে শ্রদ্বা নিবেদন করেন।
দিবসটি প্রতি বছরের মতো এবারো বিভিন্ন পত্রিকা প্রকাশ, ওরশ, গান ভোজসহ দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাওলানা ভাসানীর আপোসহীন ভূমিকাকে সর্বস্তরের মানুষ শ্রদ্বার সাথে স্মরন করছেন।
Discussion about this post