লোহাগাড়ায় ট্রাক্টরের ধাক্কায় দেয়াল চাপা পড়ে তানিশা আকতার (৮ ) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর ) দুপুর ২টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের আবদুল আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তানিশা ওই এলাকার মো. রফিকুল ইসলামের মেয়ে। সে বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল।
স্বজনদের সাথে কথা বলে জানা যায়, দুপুরে দোকান থেকে ময়দা কিনে বাড়ি ফিরছিল তানিশা। রাস্তার পাশে বাড়ির সীমানা দেয়ালের কাছাকাছি ট্রাক্টরটি সাইট করছিল চালক বাদশা। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়। দেয়াল ধসে তার নিচে চাপা পড়ে তানিশা।
গুরুতর আহত অবস্থায় তানিশাকে লোহাগাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) শিশির বিন্দু ধর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার পরিবারের সাথে কথা বলে ব্যবস্থা নিবো।