সব ধরনের যানবাহনের মামলার জরিমানা বা আটককৃত যানবাহনের ছাড়পত্র তুলতে গিয়ে ভোগান্তির শেষ নেই। হাজারো নিয়মের দোহাই দিয়ে হয়রানি করছে অসাধু কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। দালালদের সাথে হাত মিলিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
আটককৃত যানগুলোর ছাড়পত্রের জন্য মানুষের জন্য সব নিয়ম আর শর্ত জুড়ে দিলেও হাতের তুড়ি মত নিমিষেই ছাড়পত্র দিয়ে দেওয়া হয় দালালচক্রের মাধ্যমে। দালালদের প্রয়োজন হয়না সব কাগজপত্রের। অন্যদিকে সরেজমিনে বিষয়টি পরিলক্ষিত হয় যে, প্রসিকিউশন শাখার ইনচার্জ (নাম প্রকাশে অনিচ্ছুক) তিনি সড়ক পরিবহন মন্ত্রনালয়ের প্রস্তাবিত আইন সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোন মামলার ফি নির্ধারণ করেন না। একটি মামলার স্লিপে রাখার ফি ৭০০ টাকা লিখা থাকলেও তিনি ৬৫০০ টাকা নিয়েছেন। তবে এই অংকের টাকার কোন রশিদ প্রদান করেননি। বিষয়টি জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে নারাজ।
বর্তমানে এ কার্যালয়ে টাকার কাছে যেন সব নিয়ম কানুন অসহায়। বেলাল নামক এক ব্যাক্তি বলেন, গত ১৫/০৭/২০১৮ইং তারিখে বড়পোল মোড়ে আমার সিএনজি আটক করা হয় এবং আজ তিন দিন যাবত গাড়ি ছাড়পত্র পাচ্ছিনা। তিনি আরো বলেন, আমার যাবতীয় কাগজ থাকা স্বত্তেও নানান অহেতুক অজুহাতে আমাকে হয়রানি করছে। নাম বলতে অনিচ্ছুক এক দালালের হাতে ১০ হাজার টাকা দিয়ে আজকে গাড়ির ছাড়পত্র পেয়েছি।
এ বিষয়ে টি আই প্রশাসনকে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।