মহানগরের ডবলমুরিং থানা এলাকায় একটি পুকুরের পানি সেচে দেশীয় দুইটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম।
শনিবার (২১ জুলাই) গভীর রাতে ধনিয়ালাপাড়ার ছোট মসজিদের পেছনের পুকুরটি থেকে অস্ত্রগুলো পাওয়া যায়। এ সময় স্থানীয় লোকজন পুকুরে নেমে আফ্রিকান জাতের বেশ কিছু মাগুর মাছ পান।
একেএম মহিউদ্দিন সেলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, ওই পুকুর সন্ত্রাসীরা বেশকিছু অস্ত্র ফেলে গেছে। পুকুরে পানি থাকায় অস্ত্র উদ্ধারে কষ্ট হচ্ছিল। পরে পানি সেচে একটি বস্তায় মোড়ানো অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়। পরে পুকুরে লোকজন নেমে আফ্রিকান জাতের বেশ কিছু মাগুর মাছও পান।