মহিনুল ইসলামঃনীলফামারীর ডোমারে পাঙ্গামটকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী এমদাদুল ইসলাম।
তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৪২৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভুট্ট ভোট পেয়েছেন ৫ হাজার ২৫৮।
বৃহস্পতিবার (২৮ ফেব্রয়ারী)সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহন শেষে রিটার্নিং কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন। ওই নির্বাচনে তিনজন প্রার্থী ছিলেন। এর মধ্যে আরিফ রব্বানী লাজু (আনারস) পেয়েছেন ১ হাজার ৬২৬ ভোট।
উল্লেখঃ গত বছরের ২১ নভেম্বর ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করায় সেখানে ২২ জানুয়ারী নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষনা করেছিল। সেই নির্বাচনী তফসিলের সকল প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।