তপু রায়হান রাব্বী, ময়মনসিংহ-জেলা প্রতিনিধিঃ তারাকান্দা মধুমন কমিউনিটি সেন্টারে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহতি করন কর্মশালা অনুষ্ঠিত।ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আজ ১৪ই মার্চ রোজ বুধবার স্থানীয় মধুমন কমিউনিটি সেন্টারে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহতি করন কর্মশালা অনুষ্ঠিত হয়। জানা যায়, তারাকান্দা উপজেলা শিক্ষা অফিস আয়োজনে ও দারিদ্র পিড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প , প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় এ কর্মশালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার। তারাকান্দা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আয়ুব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারি প্রকল্প পরিচালক রেজাউল করিম, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন, মোঃ মোফাজ্জল হোসেন খান, শফিকুল ইসলাম, ময়মনসিংহ পিটিআই সুপারেনটেন্ড বিলকিস ভূঞা, দাদরা প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শামছুল আলম, রামপুর প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মদন চন্দ্র সিংহ, কাকনি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও কাকনি ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি সায়েদুর রহমান খান প্রমূখ। উক্ত কর্মশালায় ১৪১ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি উপস্থিত ছিলেন।