জনতার কলাম–কমান্ডার এম এম লালমিয়াঃতুমি হাঁসলে এই পৃথিবী হাঁসে তুমি কাঁদলে যেন আধাঁর নেমে আসে!!!
তোমার মুখের দিকে তাকিয়ে থাকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ, কৃষক শ্রমিক লীগ, মঠর শ্রমিক লীগ সহ আরো অনেক সংগঠন!!!
তুমি বল্লে তোমার জন্য জীবন দিতে রাজি লক্ষ লক্ষ বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিকেরা।
তুমি জগতের মা,,,তুমি বিশ্ব সেরা!!! একটি মুরগী যেমন করে তার ডানার নিচে অনেকগুলি বাঁচ্চাকে আগলে রাখে এবং সকল বিপদ আপদ থেকে মুক্ত করে বড় করে তুলে ঠিক তেমনি তুমি আগলে রেখেছো বাংলার ১৭ কোটি মানুষকে!!!
তোমার সাথে তোলনা করা যায় এমন মানুষ সমগ্র বিশ্বে একজনও খুজে পাওয়া যাবেনা!!!
যদি নিরপক্ষ ভাবে বিশ্ব সেরা প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় তাহলে সে আর কেউ হবেনা তুমি মমতাময়ী মা!!!
নতুন প্রজন্ম তোমার জন্য জীবন দিতে প্রস্তুত!!!
জয়বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা!!!
কমান্ডার এম এম লালমিয়া।।।।
Discussion about this post