শনিবার বিকালে তুরাগ নদীতে গোসল করতে নেমে ডুবে যায় দুই স্কুলছাত্রী । জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান এ খবর নিশ্চিত করেন। দুই স্কুলছাত্রী হলো– টঙ্গীর উত্তরা কামারপাড়া এলাকার শরীফ হোসেনের মেয়ে সামিরা আক্তার (১১) ও খোকন মিয়ার মেয়ে সোহাগী (১২)। সামিরা ও সোহাগী উত্তরা মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী । ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, (শনিবার) বিকালে তুরাগ নদীর কামারপাড়া (তালতলা) ঘাটে গোসল করতে যায় তিন স্কুলছাত্রী হাবিবা, সামিরা ও সোহাগী। নদীতে নেমে গোসল করার সময় স্রোতের টানে সামিরা ও সোহাগী তলিয়ে যায়। সহপাঠী হাবিবা বাড়িতে এসে খবর দিলে স্বজনেরা নদীতে নেমে সামিরা ও সোহাগীকে খুঁজতে থাকেন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে।