মিজানুর রহমান খুলনাঃ ন্যাশনাল প্রেস সোসাইটি NPS গনমাধ্যম ও মানবাধিকার সংস্থার খুলনার দাকোপ উপজেলা কমিটির আয়োজনে বাজুয়া বাজারের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল প্রেস সোসাইটি NPS গনমাধ্যম ও মানবাধিকার সংস্থার খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর মিজানুর রহমান হাওলাদার, উক্ত আলোচনা ও মতবিনিময় সভা সার্বিক পরিচালনা করেন দাকোপ উপজেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক আগস্টিন বাছাড়, সভায় মাদক মুক্ত সমাজ,দূর্নীতি মুক্ত দেশ গঠনে সকল মানবাধিকার কর্মিদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান,ও অত্র সংগঠনের গঠনতন্ত্র বিষয়ে বক্তব্য রাখেন দাকোপ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক দেবাশিষ বাইন, তুহিন রহমান, ইব্রাহিম ব্যাপারী, সাংবাদিক পাপ্পু সাহা, আলামিন হাওলাদার, সাংবাদিক তপন সরকার, সাংবাদিক তবিয়াজ সরকার, মিজানুর রহমান ফরাজী,
মহিলা সম্পাদিকা মোসাম্মাদ লুৎফা ব্যাপারী, নিলিমা মন্ডল, হালিম মির্জা, অনিক চক্রবর্তী, অনিক দাস, রন্জন মন্ডল,সুবাস মন্ডল, আরিফুজ্জামান, ছাব্বির মির্জা, জুয়েল অধিকারী, শরিফুল ইসলাম,শান্ত রায়, আশিকুজ্জামান, রিদয় মন্ডল, ইউছুপ সরদার, কবিতা রানী মন্ডল, হুমাউন কবির, ইমন শেখ, রাছেল শেখ,সহ আরো অনেকে।