কবি-তাজ উদ্দীনঃকবিতা-ঝড়ে যাওয়া শিশুর বন্ধু আমি ছোটতে, আমি ছোট ছিলাম, বড়তে আমি ভুল বুঝিলাম। দিয়েছি ফাঁকি ছাত্র জীবনে, জ্ঞান অন্বেষণ সততার বিবেক। নিঃস্ব,নিষ্ফল আমি ধরনীর বুকে পবিত্র স্বাদ জাগে বিদ্যার দিকে ফিরে-ফিরে দেখি ঝড়ে যাওয়া শিশুই সম্মান,জ্ঞান সাধনায় শ্রেষ্ঠ পৃথিবীর বুকে। আফশোস সব আছে সবারই পাশা-পাশি আজ অসহায় আলোর এই পথিক আত্মমর্যাদায় প্রশংসনীয় বিজ্ঞ ঝড়ে যাওয়া শিশুর বন্ধু আমি।