কুমিল্লা প্রতিনিধিঃকুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। ২৫ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় চেয়ারম্যানের কার্যালয়ে এক সভার মাধ্যমে তিনি উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহন করেন।
সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাষ্টার,ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী আবুল কাসেম ওমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাড.নাজমা বেগম। অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়মী লীগের সহ-সভাপতি শেখ আবদুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবির, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মোসলেহ উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান মাষ্টার, যুগ্ন-সম্পাদক মো.ছিদ্দিকুর রহমান ভুইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, শ্রমীক নেতা মমতাজ, আওয়ামী লীগ নেতা ভিপি মেহেদি হাসান, লুৎফুর রহমান বাবুল, মোসলেহ উদ্দিন মানিক, আবদুল আলীম দুলাল, মো.মুজিবুর রহমান, মো.জহিরুল ইসলাম,ওবায়দুল হাসান রাসেল, মোসলেহ্ উদ্দিন, আলী আশ্রাফ, যুবলীগ নেতা এস এম নিজাম,তাতী লীগ নেতা গোলাম মোস্তফা,কৃষকলীগ নেতা সেলিম ভুইয়া, সেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লা-আল-কাইয়ুম, মো.মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মো.রুবেল, ছাত্রলীগ নেতা সয়ন দাস,আবুল হোসাইনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।
এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহন করে আবুল কালম আজাদ বলেন, তিনি এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
আবুল কালম আজাদ প্রয়াত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো.জয়নুল আবেদীনের আত্তার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। গত কয়েক মাস আগে জয়নুল আবেদীনের মৃত্যু হলে চলতি বছরের অনুষ্ঠিত উপ-নির্বাচনে আবুল কালম আজাদ আয়ামীলীগের প্রার্থী হিসাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
গত মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি শপথ গ্রহন করে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন।