বিল্লাল হোসেনঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২ নং ভানী ইউনিয়ন এর খিরাইকান্দি (আন্দিরপার) গ্রামে গত দুইমাস যাবৎ উওোলন করে পাশবর্তী বাড়ীর জসিম উদ্দিন এর জমি ভরাট করতে থাকা অবস্থায় অবৈধ ড্রেজারমেশিনের গর্তে নিখোঁজ হওয়া মারজানা নামক এক ৫ বৎসরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে । শনিবার দুপুরে পুকুরে অবৈধ ড্রেজারমেশিন দিয়ে মাটি কাটার শ্রমিক লক্ষ করেন তাদের ড্রেজারের সেকশন পাইপ ব্লক হয়ে মাটি স্থানান্তর হচ্ছে না। ফলে প্রায় ৫০ ফুট গভীরে থাকা ড্রেজারের সেকশন পাইপ টি পানি থেকে ওঠানোর সময় নিখোঁজ মারজানার একটি পা ড্রেজার পাইপের মধ্যে আটকে আছে। তখনি সাথে সাথে মারজানাকে পাইপ থেকে খুলার চেষ্টা করলে মারজানা ছিটকে আবার গভীর পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় খিরাইকান্দি গ্রামের লোকজন একত্রিত হয়ে দেবীদ্বার থানা পুলিশ এবং চান্দিনা ফায়ারসার্ভিস কে জানালে ফায়ারসার্ভিসের একটি দল তৎখনিক সেখানে উপস্থিত হয়। এবং চাঁদপুর ডুবুড়িদলকে খবর দেন। অবৈধ ড্রেজার মেশিনের গর্তে নিখোঁজ হওয়া মারজানা ঘটনা পরিদর্শন করতে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক ইফতিহার সেখানে উপস্থিত হয়ে প্রায় কয়েক হাজার মানুষের উপস্হিতিতে ঘটনার সত্যেতা পান। এবং ঘটনার বিস্তারিত বিবরণ ও নিহত মারজানার পিতা মোঃ মনির হোসেনের বক্তব্য স্থানীয় মেম্বারের বসত ঘরে বসে একটি নোট করেন। রাত ১১ টার সময় চাঁদপুর ডুবুড়িদল এসে অবৈধ ড্রেজার মেশিনের গর্তে নিখোঁজ হওয়া মারজানা’র লাশ উদ্ধার করেন। ড্রেজার মালিক আব্দুর রব ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছেন এলাকাবাসী। নিখোঁজ মারজানা খিরাইকান্দি গ্রামের মনির হোসেন এর তৃতীয় সন্তান।