দেবীদ্বার উপজেলার চুলাশ উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে।
রোববার বিকাল ৩ টায় শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে।
রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোজাম্মেল হক হুমায়ুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ উপজেলা সভাপতি আলহাজ্ব আবুল কাসেম ওমানী, যুবলীগ কুমিল্লা (উঃ) জেলার সাবেক সভাপতি বাহাউদ্দিন বাহার, প্রবীন সাংবাদিক ও মুক্তিযোদ্বা বিষয়ক গবেষক এবিএম আতিকুর রহমান বাশার, ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা সাবেক সভাপতি আবু কাউছার অনিক, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলার সাবেক সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন, কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান সরকার, পৌর যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদুর রহমান সাঈদ, উপজেলা সেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মূন্সী,মাওলানা সাবের হোসেন, আ’লীগ নেতা জাভেদ সারোয়ার, মোঃ আবুল বাশার ভূঁইয়া, ছাত্রলীগ রাজামেহার ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ মাহববুর রহমান প্রমূখ।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রূহের মাগফেরাত কামনা করে এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। একটা জাতির মুক্তি ও একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন।
কিন্তু এদেশের কতিপয় প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে বিপথগামী ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ নির্মমভাবে নিহত হন – ১৯৭৫ এর ১৫ ই আগস্ট কালো রাতে।
বক্তারা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা সতর্ক থেকে দলকে সু-সংঘটিত করে তোলার আহবান জানিয়ে আরো বলেন, বঙ্গবন্ধুর শত্রুরা এখনো আ’লীগে গুপটিমেরে আছে।