মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল)ব্যুরোঃ টাঙ্গাইলের নাগরপুরে দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে কটাক্ষকারী ব্যাঃ আশরাফের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জানাযায়, গতকাল আ’লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে, স্বতন্ত্র প্রার্থী হতে ইচ্ছুক আসরাফ সলিমাবাদে গন স্বাক্ষর নিতে যান। নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোসনা দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে কটুক্তি করায় এবং পথিমধ্যে তার গাড়ীবহর একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করার সময়ে জনগনের রোসানলে পড়েন। এ সময়ে বিক্ষুব্ধ জনতা তার গতিপথ রোধ করে গাড়ী ভাংচুর করে। এই হামলার দায় আসরাফ টিটুর কর্মীদের উপর চাপিয়ে দেয় যা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। টাঙ্গাইলঃ ৬, (নাগরপুর -দেলদুয়ার) আসনে আ’লীগ হতে মনোনীত সম্ভাব্য প্রার্থী টিটুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে আ’লীগের নেতাকর্মীরা সলিমাবাদে বিক্ষোভ মিশিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। ক্ষতিগ্রস্ত সিএনজি ও ড্রাইভারের খোজখবর না নেওয়ায় সিএনজি শ্রমিকগন নাগরপুরে ২০-১১-১৮ইং, মঙ্গলবার দুপুরে পৃথক পৃথক প্রতিবাদ সভা এবং মিছিল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ সময়ে বিক্ষুব্ধ নেতা কর্মীরা আসরাফকে দেশাদ্রোহী ও অবাঞ্ছিত ঘোষনা করে তাকে দল থেকে বহিস্কারের জোর দাবী জানায়। এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম অপু, হুমায়ুন কবীর, কেবি খান, আজিজুল ইসলাম, বাহার উদ্দিন সহ আওয়ামীলীগের তৃনমূল নেত্রবৃন্দ।