বিশেষ প্রতিবেদকঃদেশের মানুষের কল্যাণে প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো জীবন দিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমার জীবনটাকেই উৎসর্গ করেছি বাংলাদেশের জনগণের জন্য। আর কী কী দেবার আছে, জানি না। বাংলাদেশের মানুষের কল্যাণে যা যা প্রয়োজন, সবই আমি করব। প্রয়োজনে আমার জীবনও যদি দিতে হয়, বাবার মতো তাও দিয়ে যাব।
বুধবার (১৩ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সাংসদ আনোয়ারুল আবেদিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংসদ আনোয়ারুল আবেদিন খান সম্পূরক প্রশ্নে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে যা যা হয়েছে, যা হচ্ছে, তা আপনার দেখা স্বপ্নের অংশ। সেগুলোই এখনো ক্রমান্বয়ে বাস্তবায়ন হচ্ছে। আগামীতে বাংলাদেশে আরও কী কী দেওয়ার পরিকল্পনা আপনার আছে?
এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যা যা করণীয়, আমরা তার সবই করে যাচ্ছি এবং করে যাব। এমন একটা সময় ছিল, এ দেশের মানুষ একবেলা খেতে পেত না। সেটিও বেশিদিন আগের কথা নয়। একবার চিন্তা করুন, ১০/১১ বছর আগের সেই সময়ে দেশের অবস্থা কী ছিল? এখন আর সে অবস্থা নেই।
প্রধানমন্ত্রী আরও বলেন ‘মাননীয় স্পিকার, আপনি চিন্তা করুন, গত এক দশকে মানুষের অবস্থার এমন পরিবর্তন ঘটেছে যে একটি ইউনিয়ন পর্যায়েও বিউটিফিকেশনের কাজ হয়। সেখানে সে নিজে কাজ করে। এটা শুনে নিজেরই ভালো লাগে। অন্তত আমাদের গৃহীত পদক্ষেপের সুফল যে গ্রাম-গঞ্জে পৌঁছে গেছে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা।
ছবি ফাইল ফটো