পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দৈনিক ৭১ বাংলাদেশ -এর-পরিবারের পক্ষ থেকে পাঠক ও দেশবাসির প্রতি রহিলো শুভেচ্ছা ও অভিনন্দন ” ঈদ মোবারক,আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার মহোৎসব ঈদুল আযহা বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি। দুর হয়ে যাক মানুষে-মানুষে বিভেদ। কিছু মুর্হুতের জন্য হলেও থমকে যাক সকল রাগ-অনুরাগ কুপমন্ডুকতা।আলোয় আলোকময় হোক পৃথিবী।সবার উপর সুখ,শান্তি বর্ষিত হোক,আমিন । “ধন্যবাদান্তে সম্পাদক শেখ সেলিম
Discussion about this post