বিশেষ প্রতিবেদকঃদোহাজারী থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে দোহাজারী থেকে চট্টগ্রামে ফেরার পথে চন্দনাইশ কাঞ্চননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে দোহাজারী পিকিং পাওয়ার প্লান্টে তেল দিয়ে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। ফিরতি যাত্রায় ট্রেনটি খালি ছিল বলেও জানায় রেলওয়ে সূত্র।রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান জানান, তেল আনলোড করে কাঞ্চননগর পার হওয়ার সময় ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, ট্রেনটি চট্টগ্রাম টু দোহাজারী রুটে তেল পরিবহন করে।তেল আনলোড শেষে ট্রেনটি খালি ফিরছিল।
Discussion about this post