কবি- মো:ফিরোজ খান
এদেশের মাটি আমার সোনার চেয়েও খাটি
জন্ম আমার স্বার্থক হয়েছে পেয়ে এই মাটি;
সবুজ-শ্যামল, আলো-নদীর দেশ বাংলাদেশ
তাইতো জীবন ধন্য হতে পেরে এই দেশের মানুষ।
পাখিদের গান, শুনতে লাগে কতনা সুমধুর
ছোট ছোট ছেলেমেয়েরা খেলছে গোল্লাছুট;
আমি দেখি দুনয়ন ভরে প্রতিটি দিন এই দৃশ্য
গায়ের বধুরা ঘোমটা দিয়ে জ্বল আনিতে ছুটে।
বলবো আমি সূরে সূরে এই বাংলাদেশের কথা
যতোদিন থাকে আমার এ দেহেতে রক্ত ও প্রাণ;
ভোরের সূর্যের আলোর কণা করে আলোকিত
ছড়িয়ে দেয় আলো চারদিকে মা ডাকটি অমৃত।
মাটি থাকে খাঁটি ফসল যেনো সোনা হয়ে ফলে মাঠেতে
মায়াবতী দেশটির মতো দেশ অন্যথায় আছে কি?
আমি মায়ের কন্ঠ বলবো খাঁটি বাংলাদেশের মাটি
কত রক্ত ঝড়িয়ে, প্রাণ হারিয়ে,স্বাধীনতা পেয়েছি।