নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ উপজেলা পরিষদ হতে মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পোরশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ চৌধুরী, মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্টাতা শাহজাহান আলী, প্রধান শিক্ষক মওদুুদ আহম্মেদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ই¯্রাফিল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েশ উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন নওগাঁর যুগ্ন সচিব রিফাত হোসাইন সবুজ। বক্তারা এসময়, বিদ্যালয়টিকে আতি শীঘ্রই সরকারী করন ও প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের সার্বিক সহযোগীতার জন্য সরকার ও উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। উল্লেখ, নওগাঁ জেলার আলোচিত সেই মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৬ বছর পেরিয়ে গেলেও আজও মিলেনি সরকারের স্বীকৃতি। তাই বর্তমানে ২৫৪ জন প্রতিবন্ধী ছাত্র ছাত্রী নিয়ে মানবেতর জিবন যাপন করেছেন প্রতিষ্ঠানটির ১১জন শিক্ষক ও কর্মচারী বৃন্দ।