অন্তর আহম্মেদ,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী ও পত্নীতলায় পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এস আই মিজানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক সাজেদুর রহমান,এস আই শাহাবুদ্দিন ও এস আই সোহেল রানা মঙ্গলবার রাত সাড়ে ১১টা ও ভোর সাড়ে ৫টায় বদলগাছী উপজেলার চকগোপিনাত গ্রাম থেকে মৃত তছিম উদ্দিনের ছেলে জাহিদুল ইমলাম (৫০) ও মৃত বেলাল হোসেনের ছেলে মাহমুদুল হোসেন (৩৫) এবং পত্নীতলায় উপজেলার আখিড়া মোড় হতে মফিজ উদ্দিনের ছেলে তোতা মিয়া(৩৪)। এরা সবাই কুক্ষাত মাদক ব্যবসায়ী বলে জানা যায়। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের সদস্যরা মঙ্গলবার রাত সাড়ে ১১টা ও ভোর সাড়ে ৫টায় অভিযান পরিচালনা করে। এসময় জাহিদুল ইসলামের বাড়ীতে অভিযান পরিচালনা করে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট ও পত্নীতলায় উপজেলার আখিড়া মোড় হতে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বদলগাছী থানায় ও পত্নীলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।