অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর মান্দায় নিজ নামে দলীয় নমিনেশন ফরম কেনার ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিলেন মন্ত্রী কন্যা। ।আসছে ৩০ ডিসেম্ভর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর ইতি মধ্যে নমিনেশন ফরম কেনার হিড়িক পড়েছে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে।বিশেষ করে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকার নমিনেশন কেনাকে কেন্দ্র করে দলীয় নেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। জানা যায় গড় হিসেবে নৌকার মনোনয়ন এক আসনে ১১টির ও বেশী মনোনয়ন বিক্রয় হয়েছে ইতিমধ্যে।এর ধারাবাহিকতায় পিছিয়ে নেই নওগাঁ।জানাযায়, নওগাঁর মান্দায় একাধিক মনোনয়ন বিক্রয় হয়েছে। এই আসনে বর্তমান সাংসদ ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী মহান মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক জনাব মুহাঃ ইমাজউদ্দিন প্রামানিক। তার হাত ধরে নওগাঁর মান্দায় ব্যাপক উন্নয়ন স্বাধীত হয়েছে। বিশেষ করে শিক্ষা খাতে তার ভুমিকা উল্লেখ্য যোগ্য। তার উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট, ঠাকুর মান্দা ব্রিজ, ফতেপুর ব্রিজ, ২টি প্রতিষ্টান জাতীয় করন মান্দা মুমিন সাহানার নতুন ভবন সহ গোদগাড়ী শহীদ মাহমুদ স্কুল এ্যান্ড কলেজ।এবং ১২টি ইউনিয়নে হাইস্কুল গুলোর নতুন বিল্ডিং হয়েছে অর্ধেক পরিমান প্রতিষ্টানে। মইনুম বালিকা বিদ্যালয়ে ৭৬লাখ টাকার উন্নয়ন কাজ হয়েছে, দক্ষিন মইনুম ৭৬ লাখ টাকার উন্নয়ন হয়েছে। ৭২ লাখ টাকার মান্দা কলেজ উন্নয়ন। এছাড়াও ব্যাপক উন্নয়ন হয়েছে যা বিএনপি জামায়াতের আমলে উন্নয়নের ১০গুন।এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয় কর্তৃক ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউট উপর একটি প্রতিষ্টান ও মান্দা উপজেলার জোত বাজার খেয়াঘাট সংলগ্ন আত্রাই নদীর উপর একটি সেতু নির্মানের কাজ প্রকৃয়াধীন আছে। এছাড়া দরিদ্র পরিবার গুলোকে স্বাবলম্বী করার লক্ষে পরিবার গুলোর মধ্যে শিলাই মেশিন বিতরন ও ঘরের টিন বিতরন, দরিদ্র ভাতা,বয়স্ক ভাতা,হিজরা জনগোষ্ঠীকে আর্থিক সহযোগীতা প্রদান সহ টি,আর,কাবিখার মাধ্যমে ব্যাপক উন্নয়ন স্বাধীত হয়েছে। এবং উল্লেখযোগ্য এই যে, বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশি জনাব মুহাঃ ইমাজউদ্দিন প্রামানিকের হাত (এমপি),এর হাত ধরে বাংলার সোনালী আঁশ নামে পরিচিত পাট শীল্প চীন,রাশিয়া,জাপান সহ বিশ্ব বাজারের একটি বিরাট অংশ দখল করেছে এবং পাট পন্যের ব্যাবহারে বিশ্ববাসিকে আগ্রহী করে তুলতে সক্ষম হয়েছে। এবং আশা করা যায় এর ফলে পাট পন্য রপ্তানি করে বাংলাদেশ বিরাট অংকের বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে এবং বাংলাদেশের অর্থনিতিকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে রাজভুমিকা পালন করবে।উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মান্দা -৪৯ নওগাঁ-৪ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি জনাব মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক (এমপি),কিন্ত হঠাৎ তার কন্যা সাবিহা প্রামানিকের নামকে জড়িয়ে মান্দা ৪৯ নওগাঁ-৪ আসনে মনোনয়ন কেনার গুজবছড়িয়ে পরে এলাকায়।এবং এই গুজব মিথ্যা বানোয়াট রটনা বলে মন্ত্রী কন্যা তার ফেসবুক ওয়ালে একটি ষ্ট্যাটাস আপলোড করে।এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী কন্যার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি মনে করি মান্দার উন্নয়নের ধারা আব্যাহত রাখতে এবং চলমান উন্নয়ন কাজ সমাপ্ত করতে ও আধুনিক মান্দা প্রতিষ্ঠা করতে তার পিতার বিকল্প নাই।আর আমার নমিনেশন ফরম কেনার সময় এখনো হয়নি বলে আমি মনে করি। এবং তিনি বলেন রাজনিতি একটি বিষদ বিষয় এবং যা সম্পর্কে এখনো অনেক শেখার আছে আমার। এবং বাবা যতদিন বেঁচে থাকবেন তিনিই আমার শিক্ষা গুরু থাকবেন। আমি বাবার সাথে ১০ বছর যাবৎ সততার সাথে কাজ করছি ও বর্তমান বাবার একান্ত সচিব হিসেবে তার সাথেই আছি এবং আমার বাবার কাছে আমার এখনো শেখার অনেক বাঁকি আছে, আমি শিখছি। আর নমিনেশন ফরম কেনার রটনাটি শুধুই গুজব। আর সবাই তো শেখ হাসিনা হতে চাইলেই হবে না,কাউকে না কাউকে শেখ রেহেনা হতে হবে।এদিকে মান্দা ৪৯নওগাঁ-৪ আসনে এ্যাডভোকেট বাচ্চু নামে এক ব্যাক্তি একটি অনলাইন পোর্টালে মাধ্যমে নিউজে নিজের মনোনয়ন নিশ্চিত হয়ে বলে খবর আসে।নিউজের একটি অংশে লিখা যে -নৌকার বিজয় নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর কারিশমাটিক সিন্ধান্তে ছিটকে গেলেন কন্যা সহ ইমাজউদ্দিন প্রামানিক এমন লিখার প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানিনা নিউজটি কিসের ভিত্তিতে করেছেন। তবে এমন কোন খবর নমিনেশন যাচাই বাছাইয়ের আগে সয়ং প্রধানমন্ত্রীর নাম ব্যাবহার ও বরাত দিয়ে খবর প্রকাশ সত্যিই দুঃখ জনক। এবং আমি মনে করি প্রচলিত ডিজিটাল তথ্য আইনে দন্ডনীয় অপরাধ।