অন্তর আহম্মেদ:নওগাঁ সদর থানায় ‘বীর মুক্তিযোদ্ধা হেল্প ডেক্স’ চালু থানায় সেবা নিতে গিয়ে মুক্তিযোদ্ধারা যেন কোন ধরনের ভোগান্তীতে পড়তে না হয় এজন্য নওগাঁ সদর থানায় ‘বীর মুক্তিযোদ্ধা হেল্প ডেক্স’ চালু করা হয়েছে।
শনিবার রাত ৭টায় নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম এর উদ্যোগে এ সেবা চালু করা হয়। থানায় ডিউটি কক্ষের পাশেই এ ‘বীর মুক্তিযোদ্ধা হেল্প ডেক্স’। এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সাংসদ ইউনিট সাবেক কমান্ডার হারুন অল রশীদ, মুক্তিযোদ্ধা গোলাম সামদানি, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, তদন্ত কর্মকর্তা ফায়সাল বিন আহসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।
পুলিশ সুপারকে ধন্যবান জানিয়ে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সাংসদ ইউনিট সাবেক কমান্ডার হারুন অল রশীদ বলেন, মুক্তিযোদ্ধারা এখন থেকে কোন ধরনের সমস্যায় পড়লে থানায় গিয়ে আশ্রয় নিয়ে পুলিশের সেবা নিতে পারবে। যা যুগোপযোগী পদক্ষেপ বলে আমরা মনে করছি। এছাড়া তিনি নিজ উদ্যোগে গত ১৬ ডিসেম্বর থেকে নওগাঁ সদর হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য একটা কেবিনের ব্যবস্থা করেছেন।
দিন দিন মুক্তিযোদ্ধার সংখ্যা কমছে। আমরা মনে করছি পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের একটা সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন। নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, মুক্তিযোদ্ধারা অনেক বয়স্ক। থানায় সেবা নিতে গিয়ে দেখা যায় বসার জায়গা থাকে না এবং কাঙ্খিত সেবা পায়না। মুক্তিযোদ্ধা কমান্ডারের সাথে আলোচনা করে ‘হেল্প ডেক্স’ চালুর ব্যবস্থা গ্রহন করা হয়।
সদর থানায় প্রায় ৯০০ জন মুক্তিযোদ্ধা আছেন। তাদের একটা তালিকা থানায় থাকবে। তাদের কাঙ্খিত সেবার ব্যবস্থা নিশ্চিত করা হবে। শুধু সদর থানায় না পর্যায়ক্রমে জেলার অন্যান্য থানায় এ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই- জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করার মধ্যে দিয়ে বাংলাদেশ পুলিশ সম্মানিত বোধ করবে।