সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে নগরীর রোফবাদ মাদ্রাসার এতিম খানায়, সিআরবি, খুলশী, সহ বিভিন্ন এলাকায় সর্বমোট ৩০০ সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আহসানুল আলম পারভেজ, ড.ফয়সাল কামাল, আফম মোদেচ্ছের আলী, লায়ন হাফেজ, নিজাম উদ্দীন, ইসমাইল হোসেন শুভ, জিন্নাত আরা খানম তারার সার্বিক সহযোগীতায় এবং ইচ্ছার সেচ্ছাসেবকদের অংশগ্রহণে মোঃআরিফুল ইসলাম ও সাইফ করিম বাবরের সমন্বয়ে এই কর্মসূচী আয়োজিত হয়।
সৎ ইচ্ছা শক্তি জাগরণের একটি অন্যতম কর্মসূচি হিসাবে আয়োজিত হয় এই কর্মসূচী, এভাবে সকলের মাঝে সৎ ইচ্ছা শক্তির জাগরণ গড়বে এবং মানবতার কাজ অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন ইচ্ছা পরিবার।প্রেস বিজ্ঞপ্তি