কাজী শহিদুল্লাহ ওয়াহিদ:মুসলিম উম্মাহর বর্তমান এই সংকটপন্ন মুহুর্তে ইসলামী তাহযীব-তামাদ্দুন সংরক্ষনের লক্ষে দেশ-জাতির হিফাযত ও কল্যাণ সামনে রেখে দ্বীনি মূল্যবোধ সৃষ্টির মানসে। প্রতি বছরের ন্যায় আগামী (২৪নভেম্বর) শনিবার, বন্দর নগরী চট্টলার প্রাণকেন্দ্রে অবস্থিত অক্সিজেনস্থ জামিয়া দারুল আফকার এর ১০ বৎসর পূর্তি উপলক্ষে ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান ও বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওক্ত দ্বীনি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রখ্যাত হাদিস বিশারদ, হাটহাজারী আরবী বিশ্ব বিদ্যালয়ের সহকারী পরিচালক লেখক গবেষক,মুজলুম কায়েদে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী, বিশেষ অতিথি নাজির হাট বড় মাদ্রাসার মহাপরিচালক, প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা শাহ ইদ্রিস, দারুল মা’আরিফের সিনিয়র মুহাদ্দিস আল্লামা ফরিদ আহমদ আনসারী, পীরে কামেল আল্লামা আবু বকর বাশখালী প্রমুখ। ওক্ত আয়োজনে দেশের আরো শীর্ষস্থানীয় ওলামায়ে কিরাম ও পীর মাশায়েখগণ কুরআন-সুন্নাহর আলোকে মুসলিম মিল্লাতের সার্বিক কল্যাণ, হক্ব ও আহলে হক্বের পরিচয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জ্ঞানগর্ব আলোচনার মাধ্যমে ইসলামী পূনর্জাগরণ ও মানবতার সার্বিক মুক্তির পথ উথাপন করবেন। এতে সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল লেখক ও গবেষক মাওলানা জাকারিয়া হাসনাবাদী সম্মেলন সফলতার লক্ষে দেশবাসীর দোয়া এবং উপস্থিতি কামনা করেন।বিজ্ঞপ্তি
Discussion about this post