নগরীর অক্সিজেনস্থ চট্টগ্রাম জামিয়া দারুল আফকার আল ইসলামীয়া এর উদ্যোগে জামিয়ার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন “মুন্তাদাল আফকার আচ্ছাকাফী আল ইসলামী” এর ব্যবস্থাপনায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরামের অবদান শীর্ষক আলোচনা সভা (১৬ডিসেম্বর)রবিবার সকাল ১০টায় জামিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জামিয়ার সিনিয়র শিক্ষক মুফতী হামেদ বিন ফরিদ ও মুফতী নুরুল বশর আজিজি’র যৌথ সভাপতিত্বে ও মু. জুনাইদ এর সঞ্চালনায় এতে অনুষ্ঠানের ১ম পর্বে মুক্তিযুদ্ধভিত্তিক বক্তব্য,রচনা,কবিতা,হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,এতে জামিয়ার কিতাব বিভাগের ছাত্ররা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়ার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল,লেখক ও গবেষক মাওলানা জাকারিয়া হাসনাবাদী, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা পরিচালক মাওলানা মোরশেদুল আলম, মুহাদ্দিস মাওলানা শোয়াইব, সিনিয়র শিক্ষক মাওলানা জাহেদুল্লাহ, মুফতী মোখতার হোসাইন,মাওলানা হেলাল উদ্দিন মিসবাহ, হেফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা আশরাফ আলী,মাওলানা মোয়াজ্জেমসহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
Discussion about this post