চট্টগ্রাম লালখান বাজার পশ্চিম বাঘঘোনার জামে মসজিদের ভিতরের গল্লিতে ১৪ টাকা পাওনাকে কেন্দ্র করে গত(বৃহস্পতিবার)রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ছুরিকাঘাতে আহত হন মোঃ রেজাউল করিম (২০) । ১৪ টাকা বাকিতে পন্য ক্রয় করে পরবর্তীতে মনে না থাকার কারনে যথা সময়ে বাকি টাকা দিতে পারেনি আহত রেজাউল।
জানা যায়, রেজাউলের ছোট বোন (বৃষ্টি আক্তার ১২) দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দোকানদার মানিক অশালীন ভাষায় গালমন্দ করেন। রেজাউল কাজ শেষে বাসায় ফিরে বোনের কাছে তা জানতে পেরে রেজাউল এবং দোকানদার মানিক তর্কে লিপ্ত হয়। মানিকের ডাকে তার পার্শ্ববর্তী থেকে ১২/ ১৫ জন এসে এলোপাথাড়ি মারধর করে রেজাউলকে।
মারধর দিয়েই ক্ষান্ত হয়নি মানিক গং। তার সহযোগী একজন এসে একটি টিপ ছুরি দিয়ে রেজাউলের বাম বাহুতে ছুরিকাঘাত করে।
ঘটনা জানতে পেরে রেজাউলের মা ও পরিবারবর্গের লোকজন এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। এ নিয়ে খুলশী থানায় একটি অভিযোগ করেন রেজাউল।
রেজাউলের অভিযোগ তদন্ত কারী অফিসার এস আই জাহাঙ্গীর বলেন, উক্ত ঘটনার অভিযোগ পেয়ে ঘটনা স্থলে এসে বিষয়টি তিনি পুরোপুরি নিরপক্ষ ভাবে তদন্ত করেছেন এবং দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানান ।
এ বিষয়ে দোকানদার মানিক বলেন, রেজাউলের পরিবার পূর্ব থেকেই আমার দোকান থেকে বাকীতে মাল নিতো। তার মায়ের কাছ থেকেও টাকা পাই। আমি তার বোনকে বাকী টাকা পরিশোধ করতে বললে সে জানাবে বলে চলে যায়। পরবর্তীতে তার ভাই এসে আমার সাথে খারাপ ব্যবহার করে, বাড়াবাড়ির একপর্যায়ে আমাকে দুটো চড় মারে। আমি তাকে ছুরি মারি নাই, কে বা কারা মারছে আমি জানিনা।