বিশেষ প্রতিনিধিঃনগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় অভিযান চালিয়ে ১৮টি নকল স্বর্ণের বার (পিতলের তৈরী), ২টি ক্যারেট লেখার ডাইস, ২টি পপলার পিতল পলিশ, ১টি হাতুড়ি, ১টি ডিজিটাল স্কেল, ২টি হিসাবের ডায়রী, ৫টি সিরিজ পেপার ও চুক্তিনামার ফটোকপিসহ মোঃ আমির হোসেন প্রকাশ নুরুল আমিন প্রকাশ নুরু (৪৫), মোঃ রাশেদ (৩০) ও মোঃ আব্দুল গফুর (৩৫) নামে ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানাগেছে, শুক্রবার ২৬ জুলাই সন্ধ্যা ৬:৩০ মিনিটে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিন) আসিফ মহিউদ্দীন ও সহকারী পুলিশ কমিশনার পিযুষ চন্দ্র দাস এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃতে, এসআই সাইদুল ইসলাম, এসআই মোঃ মোশারফ হোসেন, এএসআই মোঃ কামরুল হাসান ভূঁইয়া, এএসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই রেজাউল করিম সঙ্গীয় র্ফোসসহ গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজতে থাকা ১৮টি নকল স্বর্ণের বার (পিতলের তৈরী), ২টি ক্যারেট লেখার ডাইস, ২টি পপলার পিতল পলিশ, ১টি হাতুড়ি, ১টি ডিজিটাল স্কেল, ২টি হিসাবের ডায়রী, ৫টি সিরিজ পেপার ও চুক্তিনামার ফটোকপি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানাগেছে ।
উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। ছবি ফাইল ফটো