৭১ বাংলাদেশ ডেস্কঃনগরীর চন্দরপুরা ডিসি রোডে জামায়াত কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। ‘ব্লক রেড’ অভিযানের সময় সেখানে বিস্ফোরণ ঘটেছে দাবি করে পুলিশ কার্যালয়টি ঘিরে ফেলে।
শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্লক রেড দেয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর জামায়াত কার্যালয়ের চারতলা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা কার্যালয়টি ঘিরে ফেলি।
নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান জানান, আমরা ধারণা করছি যে চারটি বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি। তবে সেটা আসলে বোমা ছিল কিনা তা স্পষ্ট করেননি তিনি।
ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে এবং অতিরিক্ত পুলিশ ফোর্স ডাকা হয়েছে বলেও জানান।
তিনি বলেন, জামায়াত কার্যালয়ে অনেক সক্রিয় সদস্যরা ছিল বলে আমরা জানতে পেরেছিলাম।
Discussion about this post