৭১ বাংলাদেশ ডেস্কঃমহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯:০০ টায় বিদ্যালয়ের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ প্রভাত ফেরির র্যালি নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন থেকে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে অবস্থিত ‘শহিদ মিনারে’ পুষ্পমাল্য অর্পন করেন।
এর পর সকাল ১০:০০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতাসহ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ জনাব কাজী আবদুর রহমান, পরিচালক জনাব এ বি এম লুৎফুর হক, পরিচালক জনাব মোঃ কাইসার ও পরিচালক জনাব আবদুল গণি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দরা ।
Discussion about this post