মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:নাগরপুরে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের সময় বিএনপি, জামায়াত ও শিবিরের মোট ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাথুরায় মুন ব্রিকফিল্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয় হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, পাঁতরাইল গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রতন মিয়া, ছোট বাগজান গ্রামের ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামুল করিম লিটন, দুয়াজানী গ্রামের বিএনপি নেতা আজিজুল হক আজিজ, মামুদনগর গ্রামের বিএনপি নেতা মোঃ মজিদ মিয়া ও মামুদনগর গ্রামের শিবির নেতা মোঃ শাহালম শাহীন।
এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাঈন উদ্দিন জানান, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল।মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাকুটিয়ার মুন ব্রিকস এ অভিযান চালায়। এ সময় সরকারবিরোধী গোপন বৈঠক করার সময় বিএনপি, জামায়াত ও শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা নং -৪, বুধবার আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।