মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: নাগরপুরে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ১১ অক্টোবর ছয়টি উপজেলার মানুষের স্বপ্ন নাগরপুর(টাঙ্গাইল)উপজেলার কেদারপুর ঘাটে ধলেশ্বরী নদীর উপর নব-নির্মিত দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। গন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুটি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সেতুটির ভিত্তি ফলক উম্মোচন করা হয়। এতে উপস্থিত, খন্দকার আব্দুল বাতেন এমপি, ছানোয়ার হোসেন এমপি, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।
জানা গেছে, টাঙ্গাইলের নাগরপুর, মির্জাপুর, দেলদুয়ার, পাবনার বেড়া, সিরাজগঞ্জের চৌহালি ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল নাগরপুরের মোকনা ইউনিয়নের কেদারপুর ঘাটে ধলেশ্বরী নদীর উপর একটি সেতু নির্মাণ করার। এখানে একটি সেতু নির্মান করার বিষয়ে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল।
৫২০.৬০ মিটার পিসি গার্ডার এ সেতুটি নির্মান করে এলজিইডি।