টাঙ্গাইল ব্যুরো :টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ভোর আনুমানিক ৬টার দিকে সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারে এ অগ্নিপাতের সুত্রপাত হয়। অগ্নিকান্ডে বাজারে ১২টি দোকান ঘড় পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান ফজরের নামাজ শেষে আমরা বাজারে আসলে একটি দোকানে অাগুনের ধোঁয়া দেখতে পাই, মুহুর্তে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে যায়। তাৎক্ষিনকভাবে আমরা নাগরপুর ফায়ার সার্ভিসকে খবর দেই। এ বিষয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সেলিম রেজা সাংবাদিকদের জানান, আমরা আগুন লাগার সংবাদ পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌছাই এবং প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই পানি দিয়ে আগুন নেভানোর কাজ সম্পন্ন করি। মুলত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিপাতের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ অগ্নিকান্ডে ব্যবসায়ীদের আনুমানিক ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে ধারনা করা হচ্ছে।