বিশেষ প্রতিনিধিঃবাংলাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ আল-জামেয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ৭ ও ৮ ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার মাদরাসার ময়দানে অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জামেয়ার সম্মেলন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ার খ্যাতিমান ব্যক্তি, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক,হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ-আহমদ শফি,বিশেষ মেহমান হিসাবে থাকবেন বাবুনগর মাদরাসার মহা-পরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। সম্মেলনে বয়ান করবেন দেশ ও বিদেশের খ্যাতিমান বক্তা-ওয়াজেনগণ। এতে মাদরাসার পরিচালক হযরত মাওলানা শাহ-ইদ্রীস সাহেব সর্বস্তরের তৌহিদী জনতাকে যথাসময়ে সম্মেলনে উপস্থিতি হওয়ার জন্য আহবান জানিয়েছেন
Discussion about this post