বিশেষ প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের সেরা প্রধানমন্ত্রী বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
তিনি বলেছেন,জননেত্রী শেখ হাসিনা বিশ্বের শেরা প্রধানমন্ত্রী ।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় উপমন্ত্রী শামীম বলেন, নড়িয়ার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালবাসেন। আওয়ামী লীগে আমরা যারা আছি সবাই বঙ্গবন্ধুর সৈনিক, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী। এটা আমাদের মনে রাখতে হবে।আমরা সুশাসন চাই।
উপমন্ত্রী আরও বলেন, নিজেরা নিজেরা মারামারি করবেন না । আওয়ামী লীগ আওয়ামী লীগের মাথায় বারি দিবেন না। যারা বংশবিস্তারের জন্য রাজনীতি করে তাদের স্থান আওয়ামী লীগে হবে না। যাদেরকে মানুষ ভালোবাসে, যাদেরকে মানুষ পছন্দ করে, যারা শেখ হাসিনার প্রশ্নে কখনও আপোস করবে না, বঙ্গবন্ধুর প্রশ্নে কখনো আপোস করবে না, কখনও দলের সাথে বিশ্বাস ঘাতকতা করবে না, যারা পরীক্ষিত তাদেরকে নিয়েই আমরা আওয়ামী লীগের সংগঠন করব।
এটা আমার কথা নয়। এটা আওয়ামী লীগের অভিভাবক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা।
তিনি বলেন, শেখ হাসিনা অনেক সময় বলেন আমার কেন্দ্রীয় নেতাকর্মীরা আমার সাথে বিশ্বাস ঘাতকতা করতে পারে কিন্তু তৃণমুলের নেতাকর্মীরা কখনও আওয়ামী লীগের সাথে, নৌকার সাথে বিশ্বাস ঘাতকতা করে না।
আমি আজকে এমপি আছি, উপমন্ত্রী আছি কাল নাও থাকতে পারি। যিনি নৌকা নিয়ে আসবেন তার সাথেই সবাইকে থাকতে হবে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের জন্য কাজ করতে হবে।