বিশেষ প্রতিনিধিঃনোয়াখালীতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ ৮৪ জন আক্রান্ত হয়েছ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৬৪ জনে দাঁড়াল। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নোয়াখালীতে এ পর্যন্ত ২৬ জন করোনায় প্রাণ হারাল। শনিবার সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
আক্রান্তদের মধ্যে ১৩ পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। তাদের মধ্যে ৩৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৮০২ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাসেবা নিচ্ছেন। ৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ জেলায় মোট ৫১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এর মধ্যে দুটি পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে।
সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় নোয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। জেলার বাণিজ্যকেন্দ্র চৌমুহনী বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে ৭ জুন পর্যন্ত।