৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্রগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব মোছলেম উদ্দিন অাহমদ বলেছেন- অাগামী ৩০ ডিসেম্বর জাতীয় একাদশ সংসদ নির্বাচনে চট্রগ্রাম -৮ অাসনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মঈন উদ্দিন খান বাদলকে অাবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, অসমাপ্ত কাজ ও বোয়ালখালীর চেহারা উন্নয়নে পাল্টে দেয়া হবে। ২১ ডিসেম্বর নৌকার সর্মথনে ৯নং অামুচিয়া ইউনিয়ন অাওয়ামীলীগ অঙ্গ সংগঠনের অায়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথা বলেন। অামুচিয়া ইউনিয়ন অা’লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান কাজল দে’র সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ও এলাকার সাংসদ অালহাজ্ব মঈনউদ্দিন খান বাদল। দক্ষিন জেলা অা’লীগ নেতা ও নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মোঃ নুরুল অালমের উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দক্ষিণ জেলা অা’ লীগের তথ্য সম্পাদক নেতা অাবদুল কাদের সুজন, উপজেলা অা’লীগের সভাপতি মোঃ নুরুল অামিন, সাধারন সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীর, উপজেলা অা’লীগ নেতা মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগে নেতা অালহাজ্ব রেজাউল করিম বাবুল, উপজেলা জাসেদর সভাপতি মনির উদ্দিন খান, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, পৌর অা’লীগের অাহবায়ক মোঃ জহুরুল ইসলাম জহুর, উপজেলা মহিলা অা’লীগের সহ-সভাপতি ইলা বড়ুয়াসহ অা’লীগ অঙ্গ সংগঠনের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ। নৌকার প্রার্থী মঈন উদ্দিন খান বাদল উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের ও জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুন: প্রতিষ্টা করতে সকলকে এক যোগে কাজ করার অাহবান জানান। এ সভার পূর্বে ও পরে বিশাল বহল নিয়ে প্রার্থী মঈন উদ্দিন খান বাদল বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা, সারোয়তলী, কানুনগোপাড়া, অামুচিয়া, কড়লডেঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার সমর্থনে গণসংযোগ করেন।