মুহম্মদ তরিকুল ইসলামঃসারাদেশের ন্যায় পঞ্চগড়েও ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী, কালোব্যাজ ধারণ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।
এ উপলক্ষে ১৫আগষ্ট ১৯ বৃহস্পতিবার সকাল ১০টায় পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন, পঞ্চগড়-২ আসনের রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোঃ ইঊসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজের সামনে থেকে একটি শোক র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোক র্যালীতে রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহরুল হক প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ নেয়। এদিকে দিবসটি উপলক্ষে পুরো জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোকর্যালি, আলোচনা সভাসহ শিশুদের অংশগ্রহন মিলাদ-মাহফিল, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।