মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বে-সরকারি শিক্ষক কর্মচারীদের বার্ষিক ৫% প্রবিদ্ধি ও ২০% বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেওয়ায় পঞ্চগড়ে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পঞ্চগড় জেলা শাখা।
২৪শে নভেম্বর শনিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐ একই স্থানে এসে র্যালিটি শেষ হয়।
পরে শহিদ মিনারে এক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত আনন্দ র্যালি ও সমাবেশ উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ধনপতি রায় (সুভাস) প্রমূখ।
Discussion about this post