মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়: সারাদেশের ন্যায় পঞ্চগড়েও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই পালিত হয়েছে। এতে মোট ১৭ প্রার্থীর মধ্যে ১৫জন প্রার্থী বৈধ এবং ২জন প্রার্থী মনোনয়নকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
অবৈধ মনোনয়ন প্রার্থীরা হলেন- পঞ্চগড় পৌর মেয়র ও পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনিত তৌহিদুল ইসলাম ও পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনিত ফরহাদ হোসেন আজাদ।
২ ডিসেম্বর/১৮ রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পঞ্চগড়ের দু’টি আসনের ১৭ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই পূর্বক বিএনপির ওঁই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাবিনা ইয়াসমিন।
তিনি একই সময়ে পঞ্চগড়-১ আসনে আটজন এবং পঞ্চগড়-২ আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন ।
মনোনয়ন যাচাই-বাছাই সূত্রে জানা গেছে, পৌরসভা মেয়রের পদ থেকে পদত্যাগ না করায় পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনিত তৌহিদুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে অপরদিকে ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল করায় পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনিত ফরহাদ হোসেন আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার জানায়, মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী এবং প্রস্তাব ও সমর্থনকারীদের উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রমে পঞ্চগড়-১ আসনে নয়জন প্রার্থীর মধ্যে আটজনের এবং পঞ্চগড়-২ আসনে আটজন প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এতে পঞ্চগড়-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন- মো: মজাহারুল হক প্রধান (আওয়ামীলীগ), বর্তমান সংসদ সদস্য নাজমুল হক প্রধান (স্বতন্ত্র), ব্যারিস্টার নওশাদ জমির (বিএনপি), আল রাশেদ প্রধান (জাগপা), মো: আব্দুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সুমন রানা (জাকের পার্টি), হাবিবুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টি) এবং আবু সালেক (জাতীয় পার্টি)।
অন্যদিকে পঞ্চগড়-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বর্তমান সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন (আওয়ামী লীগ), নাদিরা আকতার (বিএনপি), ব্যারিস্টার তাসমিয়া প্রধান (জাগপা), ফয়জুর রহমান মিঠু (ন্যাশনাল পিপলস পার্টি), কামরুল হাসান প্রধান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) আশরাফুল আলম (সিপিবি) এবং লুৎফর রহমান রিপন (জাতীয় পার্টি)।