শেখ ফরমান উল্লাহ চৌধুরীঃগত ২৭ তারিখ গভীর রাত্রে পটিয়া সেকান্দর দিঘি সংলগ্ন তেকোটা গৈড়লায় মেসার্স ছালামিয়া ডেইরী ফার্ম থেকে আনুমানিক ৪ লক্ষ টাকা মূল্যের ৪টি ষাঁড় চুরি করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই পুরা এলাকায় তোলাপাড় সৃষ্টি হয়েছে। ডেইরি ফার্ম কর্তৃপক্ষ ব্যাপারটি পটিয়া থানা প্রশাসনকে অবহিত করেন। স্থানীয় প্রশাসন তদন্ত কর্মকর্তাকে ঘটনা তদন্ত করার নির্দেশ দেন এবং তদন্ত সাপেক্ষে কোন তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস দেন।