পটুয়াখালী জেলা প্রতিনিধিঃশিবির সন্দেহে ৫ ছাত্র গ্রেফতার,পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি বাসা থেকে (সোমবার রাতে) ৫ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় ব্যবহৃত মোবাইল, মোটরসাইকেল ও ল্যাপটপসহ আরো অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। আটককৃতরা পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে।
গ্রেফতারকৃত ১। মোহাম্মদ আখতারুজ্জামান (২৫), (মাস্টার্স, কৃষি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), পিতা- আব্দুর রাজ্জাক, গ্রাম- বন্যাতলা, ডাকঘর- পদ্ম পুকুর, থানা -শ্যামনগর, জেলা- সাতক্ষীরা, ২। মোহাম্মদ নোমান (২০), (পটুয়াখালী পলিটেকনিক কলেজ, ৬ষ্ঠ সেমিস্টার), পিতা-মৃত সোলায়মান শেখ, গ্রাম- বেরা খারোয়া, ১নং ওয়ার্ড, পৌরসভা, থানা বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ, ৩। মোঃ তৈমুর রহমান (২১) (প্রথম বর্ষ, দুর্যোগ ব্যবস্থাপনা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), পিতা- আজিজুর রহমান, ২৪২/২৪৩ আসানো টাওয়ার, পশ্চিম আগারগাঁও, শেরেবাংলা নগর থানা ঢাকা, ৪। মোঃ হাসিবুর রহমান (২৪), (মাস্টার্স, ইসলামিক স্টাডিজ, বিএম কলেজ, বরিশাল) পিতাঃ মোঃ গিয়াস খান, গ্রাম: বাগিয়া, ডাকঘর- কাশিপুর, থানা বিমানবন্দর, জেলা বরিশাল, ৫। মোঃ রফিকুল ইসলাম (২৪), (মাস্টার্স, অর্থনীতি, পটুয়াখালী সরকারি কলেজ), পিতা- মোস্তফা আকন, গ্রাম টেংরাখালী আকন বাড়ি, থানা পটুয়াখালী।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের নামে মাললা হয়েছে ।