উক্ত জশনে জুলুছে উপস্থিত ছিলেন, ৬নং পোপাদিয়া আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের সভাপতি মৌলানা আব্বাসউদ্দিন মাইজভাণ্ডারী, সাধারণ সম্পাদক এস.কে জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, মোঃ সামজাদ,আব্দুল করিম,মোহাম্মদ জাফর,সেলিম,শুক্কুর সওদাগর প্রমুখ।
জশনে জুলুছটি ৬নং পোপাদিয়া মাইজভাণ্ডারী দায়রা শরীফ হতে আরম্ভ হয়ে বোয়ালখালী উপজেলা সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আকুবদন্ডী এসে শেষ হয়।
সভাপতির বক্তব্য বলেন, সকল ঈদের সেরা ঈদ,ঈদে মিলাদুন্নবী। ১২ই রবিউল আওয়াল রাসুল পাক (সঃ) আগমনে সমগ্র বিশ্বের জন্য রহমত নিয়ে আসে।তারই প্রেক্ষিতে আওলাদে রাসুল ছৈয়দ মুজিবুল বশর আল হাচানী,আল মাইজভাণ্ডারীর ছদারতে মাইজভাণ্ডারী মহাসম্মেলন সফল করার আহ্বান জানাচ্ছি।
পরিশেষে মিলাদ কিয়াম ও আখেরি মুনাজাতের মাধ্যমে জুলুছটি সমাপ্ত করা হয়।
Discussion about this post