জনতার কলাম–লেখকঃসাংবাদিক হাসান আকবর।
একটি আস্ত পাহাড় খেতে হবে? পানি না হলে পাহাড় গিলতে কষ্ট হয়। তাই বর্ষাকেই বেছে নেয়া হয় ভোজোৎসবে। শহর কোথায় গেল, শহরের মানুষ ভাসলো কি মরলো তা নিয়ে চিন্তা করার সময় কই!!শহরের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের কাছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসের সামনে অসাধারণ সুন্দর একটি পাহাড় ছিল। বছর কয়েক আগে শুরু হয় পাহাড়টি খাওয়া। যথারীতি বর্ষাকেই বেছে নেয়া হয়। নানাভাবে কেটে খুদে রাখা হয় পাহাড়ের শরীর। কাটাকুটি করে রাখা সেই শরীরে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে গলিয়ে পড়তে শুরু করে। বালি মাটির পাহাড়, গলতে থাকে, পড়তে থাকে। আশে পাশের নালা হয়ে চারদিকে গড়াতে থাকে নান্দনিক পাহাড়। আহারে পাহাড়!! শহরের বুকে কী অনন্য সুন্দর পাহাড়!!
পাহাড়টির কোমল শরীরে ভরে যায় নালা, লেপ্টে যায় রাস্তা। পুরো এলাকার পানি চলাচলের সব পথই বন্ধ হয়ে যায়। হাজার কোটি টাকার প্রকল্প করেও কী হবে? নালা পরিষ্কার করার দিন কয়েকের মধ্যে বৃষ্টি হলে পাহাড়ের শরীর গিয়ে আবার ভরাট করে। আবার পরিষ্কার করে, আবার বৃষ্টি, আবার ভরাট। এভাবে যেন লুকোচুরি চলতে থাকে। ডুবতে থাকে শহর, বন্দর।
পাহাড়ি শরীর প্রতিবাদ করে। চোখে আঙ্গুল দেয় নগরবাসীর, প্রশাসনের। কিন্তু পাহাড়ের প্রতিবাদ কেউ শুনে না, কানে যায় না কারো। প্রতি বৃষ্টিতে পাহাড়টির শরীর গলে, পাহাড়টি কাঁদে। আহারে পাহাড়, আমাদের ভালোবাসার পাহাড়!!
Discussion about this post