বিশেষ প্রতিনিধিঃপুলিশের এসআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পীরগাছা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার তাম্বুলপুর এলাকা থেকে পীরগাছা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে গাইবান্ধা সদর থানা পুলিশ। গ্রেপ্তরকৃত যুবকের নাম নজরুল ইসলাম লিমন (২৮)। সে পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বাবুল সরকারের ছেলে।
পুলিশ জানায়, লিমন দীর্ঘদিন থেকে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সর্বশেষ এনএসআইতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিন যুবকের নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাইবান্ধার সদর থানার একটি প্রতারণার মামলায় লিমনকে পীরগাছার তাম্বুলপর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও পুলিশের পোশাক পরিহিত ছবি উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ভুয়া এসআই সেজে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লিমনকে গ্রেপ্তার করা হয়েছে।